দিল্লি-বেঙ্গালুরুর মাঝ আকাশে জন্ম নিল এক ফুটফুটে শিশু

0
75

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আকাশেই জন্ম হল এক ফুটফুটে শিশুর। বিমানেই শুরু হল লেবার যন্ত্রনা। বিমানটি তখন মাঝ আকাশে। সৌভাগ্যবশত ফ্লাইটেই ছিলেন এক গায়েনকোলজিস্ট। তাঁর ও ইন্ডিগো কর্মীদের তৎপরতায় বিমানেই ভূমিষ্ঠ হল ফুটফুটে শিশু। বুধবার সন্ধ্যেবেলায় এই বিরল ঘটনার সাক্ষী থাকল দিল্লি-বেঙ্গালুরু ৬ই ১২২ ফ্লাইট।

New born | newsfront.co
ভাইরাল হওয়া ছবি

বিমানসংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে যে, মা ও শিশু দুজনেই সুস্থ আছে। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ এই বিমান বেঙ্গালুরুর কেম্পাগৌড়া বিমানবন্দরে আসে। হুইলচেয়ারে করে সদ্য জন্ম দেওয়া মহিলাকে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ আইআরসিটিসি-র সাথে গাঁটছড়া বাঁধল অ্যামাজন

অন্যদিকে ছোটো শিশুটির সঙ্গে তখন ছবি তোলার জন্য হুড়োহুড়ি। পাইলট থেকে ক্যাবিন ক্রু, সবাই ছবি তুললেন সদ্যজাত শিশুর সঙ্গে। নিমেষেই সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ সদ্য উদ্বোধিত অটল টানেলে দুর্ঘটনার বাড়বাড়ন্ত প্রশাসনের মাথা ব্যাথার কারন

অনেকেই প্রশ্ন করলেন, এই শিশুকে কি আজীবন বিনামূল্যে যাতায়াত করতে দেবে ইন্ডিগো। সেই বিষয়ে অবশ্য নীরব বিমানসংস্থা। কিন্তু যেভাবে দক্ষতার সঙ্গে ইন্ডিগোর কর্মীরা পরিস্থিতি সামলেছেন, সবার মুখে এখন তারই প্রশংসা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here