নিরাপত্তা চেয়ে জেলা শাসকের কাছে সরাকারি আবাসনের মহিলারা

0
50

নিজস্ব চিত্র,মালদহঃ সরকারি কর্মী আবাসন চত্বরে বহিরাগতদের তাণ্ডবের প্রতিবাদে ও নিরাপত্তার দাবীতে মালদা জেলা শাসককের হাতে একটি অভিযোগপত্র তুলে দিলেন আবাসনের মহিলারা। বুধবার দুপুরে প্রায় পঞ্চাশজন মহিলা তাদের অভিযোগ পত্র নিয়ে জেলা শাসকের দারস্থ হন।

ছবিঃঅভিষেক দাস

তাদের দাবি অবিলম্বে সরকারি আবাসন চত্বরে নিরাপত্তার ব্যাবস্থা করতে হবে। অভিযোগ পেয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। মহিলাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সরকারি আবাসন চত্বরে বেড়েই চলেছে দুষ্কৃতীদের দৌরাত্ব। বাড়ছে চুরির মত ঘটনা। এমনকি মহিলা ও শিশুদের কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করলে, বহিরাগতদের হাতে আক্রান্ত হন সরকারি কর্মীরা।

ছবিঃঅভিষেক দাস

এমনি অভিযোগ তুলেন আবাসনের কর্মী ও তাদের পরিবার।মালদা জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে ইংরেজবাজার পুরসভার ২৪ নম্বর ওর্য়াডের প্রবাল পল্লী এলাকায় রয়েছে সরকারি এই আবাসনটি। সরকারি কর্মীদের প্রায় ২০০ টি পরিবার রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বহিরাগতদের দৌরাত্ব ক্রমশ বাড়ছে দাবী আবাসিকদের একাংশের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here