নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লক ডাউন, ইতিমধ্যেই নতুন করে মেয়াদ বেড়েছে এই লকডাউনের।তবে নতুন করে হওয়া লকডাউন চলবে আগামী মাসের তিন তারিখ পর্যন্ত। আর এই লকডাউন চলাকালীন গরিব মানুষদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয় তিন মাস বিনামূল্যে ‘উজ্জ্বলা যোজনায়’ গ্যাস দেওয়া হবে।
আর এই ঘোষণা মতো দফায় দফায় সেই টাকা অজস্র গ্রাহকদের অ্যাকাউন্টে আসতে থাকার ফলে, ঘটে বিপত্তি। সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তথা সামাজিক দূরত্ব না মেনেই উজ্জ্বলার টাকা তুলতে এসে ব্যাংকের সামনে ভিড় জমিয়েছে গ্রাহকরা। শুধু তাই নয়, ভিড়ের সাথে দীর্ঘ লাইনও পড়েছে বেশ কয়েকটি ব্যাংকে। আর এমন ছবি আবার দেখা গেল শুক্রবার ফালাকাটাতে।
আরও পড়ুনঃ আইসিডিএস সেন্টারে শিশুদের খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগ অভিভাবকদের
এদিকে সেখানে সিভিক ভলেন্টিয়ার থাকা সত্ত্বেও বেহাল দশা ব্যাংকে। তবে প্রশাসনিক ভাবে এত সচেতনতা বার্তা দেওয়া সত্ত্বেও, মানুষ বারংবার সেই সকল সচেতনতা বার্তাকে উপেক্ষা করছে। এত কিছু শোনা সত্ত্বেও তা মানার নামই নেই গ্রাহকদের। এর পাশাপাশি এদিন শহরের নাগরিকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, ‘এইভাবে চলতে থাকলে আমরা কতদিনই বা সুরক্ষিত থাকবো?’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584