কাঁথাস্টিচ প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার পথে কান্দীর মহিলারা

0
166

নিজস্ব প্রতিবেদক , কান্দীঃ

শাড়ির প্রতি নারীর টান চিরন্তন। দক্ষিন এশিয়ার বেশ কিছু দেশে বিভিন্ন ঘরানার শাড়ি পাওয়া যায়।তার মধ্যে কাঁথা স্টিচ অন্যতম।গোটা বিশ্বজুড়ে কাঁথা স্টিচের শাড়ি খ্যাতি অর্জন করেছে।দুই বাংলার হস্তশিল্পীদের জন্য আজ এই খ্যাতি।এই শিল্প বিশেষ করে বাড়ির মেয়েরা করে থাকে।ওপার বাংলার বিখ্যাত কবি জসিমদ্দিনের নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থে আজও এই শিল্প অমর হয়ে আছে।

নিজস্ব চিত্র

আর এই শিল্পকে টিকিয়ে রাখা এবং গ্রাম বাংলার মেয়েদের স্বয়ম্ভর করার উদ্দেশ্যে মহলন্দী মুক্তি ওয়েলফেয়ার সোসাইটি নতুন করে উদ্যোগ গ্রহন করেছে।তারা মহলন্দী তথা পার্শ্ববর্তী এলাকা মোতড়া,মাঝিড়া,জিবন্তীর প্রায় শ দুয়েক বাড়ির মেয়েদের এই কাঁথা স্টিচের কাজ শুরু করেছে।বিনা ব্যায়ে দুই মাসের প্রশিক্ষন দিয়ে তাদের কে কাজ দেওয়া হচ্ছে।এর আগেও কলকাতার পার্শ্ববর্তী এলাকার প্রায় ৭১৮ জন মেয়ে নিয়ে কাঁথাস্টিচ ও স্যানিটারি ন্যাপকিনের কাজ চলছে।

নিজস্ব চিত্র

মহলন্দী মুক্তি ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মহ: আসিকুর রহমান কিরণ আমাদেরকে জানান, গ্রাম বাংলার এই শিল্পকে সমস্ত জায়গায় তুলে ধরা এবং নতুন করে এই শিল্পের বাজার তৈরি করা ও বেকার মহিলাদের স্বয়ম্ভর করে তোলা আমাদের আশু লক্ষ্য।আগামীদিনে এই এলাকাতে স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন ধরনের কাজ আমরা করতে চাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here