অবৈধ মদের রমরমা রুখতে পুলিশের দ্বারস্থ মহিলারা

0
62

সুদীপ পাল,বর্ধমানঃ

বাইরে থেকে মদ খেয়ে এসে ঘরে অশান্তি করা যেন প্রতিদিনের নিয়ম হয়েছে।অনেক বুঝিয়েও কোন লাভ হয়নি।তাই সরাসরি এবার পুলিশের হস্তক্ষেপ চেয়ে অভিযোগ পত্র জমা দিল বর্ধমানের গলসীর মহিলারা।গলসির জয়কৃষ্ণপুর গ্রাম থেকে কয়েকজন চোলাই কিনে এনে বাহিরঘন্ন্যা গ্রামের বিক্রি করছে।পুলিশের অভিযানের পর তা প্রায় কমে গিয়েছিল কিন্তু এখন নিজেরা তৈরি না করে পাশের গ্রাম থেকে এনে এখানে বিক্রি করছে।ফলে ফের রমরমা বাজার অবৈধ মদের।গৃহবধূ আন্না বাগ, বাসন্তি বাগরা বলেন, পুলিশ অভিযান করেছিল। তখন কেউ গ্রেপ্তার হয়নি।

নিজস্ব চিত্র

এরপর দেখা গেল গ্রামের বাইরে থেকে অবৈধ মদ আসছে।নুন আনতে পান্তা ফুরানোর সংসারে যেটুকু আয় হয় তার বেশিরভাগটাই বাড়ির পুরুষরা মদে খরচা করছে।গলসী থানার পুলিশ বিষয়টি দেখার কথা জানিয়েছে তবে মহিলাদের তরফে বলা হয়েছে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তবে তাঁরাই প্রতিকরে নামবেন।কোন অপ্রীতিকর ঘটনার জন্য তখন কিন্তু তাঁরা দায়ী হবেন না।এখন দেখার গলসী থানার পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় মৃত্যু এক পথচারীর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here