গ্রামের মহিলাদের উদ্যোগে চৈত্রের দোল উৎসব

0
68

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Women celebrate holi
দোল উৎসব। নিজস্ব চিত্র

চৈত্র দোল উৎসবে মাতলেন দক্ষিন সুন্দরবনের নামখানা ব্লকের পূর্ব অর্ম্রাবতী গ্রাম।এদিন শতাধিক মহিলার দু’দিন ব্যাপী উৎসব মুখর হয়ে ওঠে পূর্ব অম্রাবতী।বসন্তের দোল উৎসব নেই এই এলাকায়। ফলে দুধের স্বাদ ঘোলে মেটাতে গ্রামের প্রবীন নবীন মহিলাদের এই উদ্যোগ।

Women celebrate holi
নিজস্ব চিত্র

বারো মাসে তেরো পার্বন অনুষ্ঠান হয় অম্রাবতী গ্রামে,তবে ছিলনা দোল উৎসব।রং খেলার আনন্দ থেকে কার্যত বঞ্চিত এইসব মানুষের কথা ভেবেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মত উদ্যোক্তাদের।গ্রামের মহিলারা ঠিক করেন রঙিন গ্রাম গড়ার পাশাপাশি মঙ্গলময় রাধাকৃষ্ণের আরাধনা সঙ্গে দোল উৎসবের আয়োজন করার ।

Women celebrate holi
কাজল সর্দার (সম্পাদক)। নিজস্ব চিত্র

সেই প্রবনতাকে পাথেয় করে গ্রামের শতাধিক প্রবীন নবীন মহিলারা এই উদ্যোগ নেন। ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম পূর্ব অম্রাবতী।দিনআনা দিন খাওয়া বেশিরভাগ মানুষের বাস এই গ্রামে।সংসার খরচ বাঁচিয়ে শুরু হয় গ্রামের হরিবাসর মাঠে চৈত্রের দোল উৎসব।

Women celebrate holi
অর্চনা দলুই (উদ্যোক্তা)। নিজস্ব চিত্র

দোল ঘিরে রয়েছে হরিনাম সংকীর্তন পালা। রয়েছে রাধাকৃষ্ণের রাসলীলা পালা ।যার মোহে মাতোয়ারা গ্রামের মহিলারা।নানান রঙের আবির মেখে চৈত্র দোল উৎসবে মাতোয়ারা কাজল, কাকলী,কলমিলতারা।

আরও পড়ুনঃ তুঙ্গে গাজনের মেলার প্রস্তুতি

Women celebrate holi
রামকৃষ্ণ পাত্র (স্থানীয় বাসিন্দা)। নিজস্ব চিত্র

দোল উৎসব উপলক্ষ্যে ঘরে চলে অন্নভোগ বিতরন।প্রথম বছর এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here