শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
মায়ের বাৎসরিক শ্রাদ্ধের দিনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার চকভৃগু অঞ্চলের ভৈরবীতলা এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম পরমা সরকার।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। এলাকা শোকার্তময়।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় ব্যক্তির রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে আজ মৃত পরমা সরকারের মায়ের বাৎসরিক শ্রাদ্ধ ছিল। কিন্তু পরমা সরকার নামে ওই গৃহবধু বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। আজ সকালে তার স্বামী তাকে ঘুমিয়ে থাকতে দেখে তাকে আর বিরক্ত না করেই বাড়ি থেকে নিজের পেশার তাগিদে বাইরে বের হন।
এদিকে আজ ওই গৃহবধূর মায়ের বাৎসরিক শ্রাদ্ধ থাকার দরুন ওই গৃহবধূর বোন ও তার স্বামী তাদের বাড়ি থেকে দিদির বাড়িতে শ্রাদ্ধের কাজে যোগ দিতে আসেন। এসে বাড়ির সব দরজা বন্ধ দেখে আশেপাশের বাড়ির লোকজনদের ডাকেন।
তারা এসে বার বার ওই গৃহবধুর নাম ধরে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি।এরপরেই মৃত ওই গৃহবধুর বোনের স্বামী পাশের বাড়ি থেকে একটি মই চেয়ে নিয়ে এসে দেওয়াল টপকে বাড়িতে ঢুকে দেখেন তার স্ত্রীর দিদি গলায় ফাঁস দিয়ে ঘরের ভেতরে ঝুলছে।
স্থানীয় মানুষজন ঘরের ভেতর ঢুকে ওই মহিলাকে বাঁচানোর জন্য ওই গৃহবধূকে ফাঁস কেটে নিচে নামিয়ে আনলেও তাকে বাঁচাতে পারেনি। এরপরেই খবর পেয়ে বালুরঘাট থানা থেকে পুলিশ এসে তদন্তে নামার পাশাপাশি দেহ আটক করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর বিষয়টি পরিষ্কার হবে। রিপোর্টের ভিত্তিতে তদন্ত এগোবে বলে বালুরঘাট পুলিশের তরফে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584