উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
সোমবার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্যকমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিদল মাননীয় রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করেন। রাজ্য সম্পাদক কল্পনা দত্ত, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রুনা পুরকাইত, স্বপ্না দাশগুপ্ত সহ ৮ জনের এক প্রতিনিধিদল এই স্মারকলিপি জমা দেন ।

রাজ্যপালের অনুপস্থিতিতে তার অফিস এই স্মারকলিপি গ্রহণ করে।বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫ হাজার গণসাক্ষর সংগ্রহ করা হয় দু সপ্তাহ ধরে। এ ছাড়াও অনলাইন সই সংগ্রহ করা হয়।

কেন্দ্রীয় সরকারের মানুষ মারা কৃষি বিল সম্পূর্ণ প্রত্যাহার, বিদ্যুৎ বিল সংশোধনী ২০২০ প্রত্যাহার, মদ নিষিদ্ধ করা ও নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয় ।সম্পাদক কল্পনা দত্ত জানান ‘আমরা রাজ্যপালকে বিষয়গুলিতে হস্তক্ষেপের দাবি জানিয়েছি।
আরও পড়ুনঃ নিউ জলপাইগুড়িতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছিল তৃণমূল শ্রমিক সংগঠনের
কিন্তু পাশাপাশি ঐতিহাসিক কৃষক আন্দোলন চলছে তার পাশে আমাদের সংগঠন আছে, দিল্লিতেও সংগঠনের প্রতিনিধিরা আন্দোলনকারীদের পাশে রয়েছেন। এই আন্দোলন সফল করার জন্য আমাদের লড়াই চলবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584