ঋতুমতী মহিলাকে প্রেক্ষাগৃহের শৌচালয় ব্যবহারে বাধা, শ্যামপুকুরে অভিযোগের পর ক্ষমাপ্রার্থনা

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২৪ ঘন্টা পরেই নারীর সমানাধিকার এবং লিঙ্গ বৈষম্য ভুলে সাম্যবাদের দাবিতে বিশ্ব নারী দিবসে মাতবে শহর কলকাতাও। কিন্তু তার আগেই একটি ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, নারীর অবস্থান পুরুষতান্ত্রিক সমাজে আজও কতটা বেদনার্ত জায়গায়! মুখে সাম্যবাদের কথা বললেও মনের ভিতর আজও গেঁথে বসে আছে পুরুষতান্ত্রিক সমাজের ট্যাবু।

women getting harassed to use bathroom | newsfront.co
ছবিঃ প্রতীকী

কিন্তু কী সেই ঘটনা? সূত্রের খবর, শুক্রবার উত্তর কলকাতার এক প্রেক্ষাগৃহ মিনারে সিনেমা দেখতে গিয়েছিলেন রাজারহাটের এক দম্পতি। ওই সময়ে মহিলা ঋতুমতী ছিলেন। অভিযোগ, সেই সময়ে প্রেক্ষাগৃহের শৌচাগার ব্যবহার করতে গেলে মহিলা অ্যাটেন্ড্যান্ট তাঁকে বাধা দেয়।

আরও পড়ুনঃ পুরভোটে আকাশপথের নজরদারি সুরক্ষিত করতে আরও আটটি ড্রোন কিনছে লালবাজার

তাঁকে বলা হয়, বাইরের কোনও শৌচাগার ব্যবহার করতে। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য মহিলারাও নাকি তাঁকে কটাক্ষ করতে থাকেন বলে অভিযোগ। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই মহিলা। শনিবার সকালে শ্যামপুকুর থানায় এসে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

মহিলার স্বামী জানিয়েছেন, থানায় অভিযোগ জানানোর পর পুলিশের হস্তক্ষেপে প্রেক্ষাগৃহের ম্যানেজার নিঃশর্তে ক্ষমা চেয়েছেন।

তিনি আরও বলেন, এমন হেনস্থায় আমরা এই ঘটনায় লজ্জিত ও বিব্রত। আমার স্ত্রী মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন।” আর এই ঘটনা যেন আবার মনে করিয়ে দিল, মানসিকতা না বদলালে ঘটা করে বিশ্ব নারী দিবস পালন করে কোন লাভ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here