শুরু হচ্ছে মহিলা আইপিএল

0
176

স্পোর্টস ডেস্ক,নিউজফ্রন্টঃ

Women ipl will start
ফাইল চিত্র

আইপিএল টি-২০ র মত এবার শুরু হতে যাচ্ছে মেয়েদের আইপিএল।তিন দলের এই মিনি আইপিএল শুরু হচ্ছে এ বছরের ৬ই মে থেকে। মোট চারটি ম্যাচ হবে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে। তিনটি দল হল ভেলোসিটি, সুপারনোভাস ও ট্রেলব্লেজার্স। এই তিনটি দলের নেতৃত্ব দেবেন স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কাউর ও মিতালি রাজ।গত বছর বিশ্বের শীর্ষস্থানীয় মহিলা ক্রিকেটারদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলা হয়েছিল। বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে, মহিলাদের আইপিএলে ভালো সাড়া পেলে পরবর্তীতে টিম সংখ্যা আরো বাড়ানো হবে।

Women ipl will start
ফাইল চিত্র

মেয়েদের আইপিএলে কে কে থাকছেন কোন কোন দলে, দেখে নেওয়া যাক।

সুপারনোভাস : কোচ: ডব্লুভি রামন
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), অনূজা পাতিল, অরুন্ধতী রেড্ডি,চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), জেমিমা রডরিগেজ, লিয়া তাহুহু (নিউজিল্যান্ড), মানসী যোশী, নাতালি সিভার (ইংল্যান্ড), পূণম যাদব, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), তানিয়া ভাটিয়া (উইকেটকিপার)।

ট্রেলব্লেজার্স : কোচ: বিজু জর্জ
স্মৃতি মন্ধনা (ক্যাপ্টেন), ভারতী ফুলমালি, দায়ালান হেমলতা, দীপ্তি শর্মা, হার্লিন দেওল, জাসিয়া আখতার, ঝুলন গোস্বামী, আর কল্পনা (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, শাকিরা সেলমান (ওয়েস্ট ইন্ডিজ), সেফি একলেস্টোন (ইংল্যান্ড), স্টেপানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), সুজি বেটিস (নিউজিল্যান্ড)।

Women ipl will start
ফাইল চিত্র

ভেলোসিটি : কোচ: মমতা মাবেন
মিতালি রাজ (ক্যাপ্টেন), অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড), ড্যানিয়েলে ওয়াট (ইংল্যান্ড), দেবিকা বৈদ্য, একতা বিস্ট, হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), জাহানারা আলম (বাংলাদেশ), কোমল ঝাঁঝড়, শেফালি বর্মা, শিখা পান্ডে, সুষমা বর্মা (উইকেটকিপার), সুশ্রী দিব্যদর্শিনী, বেদা কৃষ্ণমূর্তী।

আরও পড়ুনঃ ক্রিকেট বিশ্বকাপে ফাইনাল দল ঘোষণা

উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ-এর সূচি-
৬ মে: সুপারনোভাস-ট্রেলব্লেজার্স (জয়পুর)
৮ মে: ট্রেলব্লেজার্স-ভেলোসিটি (জয়পুর)
৯ মে: সুপারনোভাস-ভেলোসিটি (জয়পুর)
১১ মে: ফাইনাল (১ম বনাম ২য় দল) (জয়পুর)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here