নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মহিলাদের মাঠমুখী করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করে চলেছে রাজ্য সরকার। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, জেলায় জেলায় যাতে খেলাধুলার প্রসার ঘটানো যায় তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাব সংগঠনের হাতে আর্থিক ও খেলার সরঞ্জাম প্রদান করা হচ্ছে ।
আর সেই অর্থে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে খেলাধুলা। দীর্ঘ করোনা আবহাওয়া কাটিয়ে নতুন বছরেই ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ক্লাব মেতে উঠেছে । রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহিলা খেলোয়াড়রা এসেছেন খেলায় অংশ নিতে।
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের পূর্ব শ্রীরামপুর অনামিকা ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বর্ষ মহিলা কাবাডি প্রতিযোগিতা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল ৷ এইদিন মহিষাদল বিধানসভার অন্তর্গত পূর্ব শ্রীরামপুর অনামিকা ক্লাব প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়। মহিলা কাবাডি প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
আরও পড়ুনঃ সারমেয়দের ফর্বো ভাইরাস থেকে মুক্ত রাখতে ইনজেকশন প্রদান কর্মসূচি বালুরঘাটে
ক্লাব সম্পাদক রঘুনাথ কামিলা বলেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি,হাওড়া, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগণা ও সাগর অংশগ্রহণ করেন। প্রথম স্থান অধিকার করে হাওড়া জেলা ও দ্বিতীয় স্থান দখল করে পূর্ব মেদিনীপুর জেলা।
একদিবসীয় দিবারাত্রি জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত জেলার হাতে সাম্মানিক অর্থ ও জার্সি সেট তুলে দেওয়ার পাশাপাশি প্রথম ও দ্বিতীয় দলকে সুদৃশ্য ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়।মহিলা কাবাডি খেলা দেখার জন্য গ্রামগঞ্জের মানুষের ভিড় এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584