নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে এক মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালেই বাড়ির অদূরে এক ফাঁকা জমিতে দেহটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এরপরই কেশিয়াড়ী থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এলাকাবাসীর অনুমান, ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই মহিলাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর বত্রিশের ওই মহিলার প্রায় ১০ বছর আগে বিয়ে হয়েছিল। তাঁদের একটি ৮ বছরের মেয়েও রয়েছে। কিন্তু বছর পাঁচেক ধরে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে কেশিয়াড়ী সাঁতরাপুর অঞ্চলের রাংটিয়া গ্রামে কাকার কাছেই থাকছিলেন তিনি।
আরও পড়ুনঃ ট্রাক্টরের যান্ত্রিক গোলযোগে দুর্ঘটনায় মৃত্যু চালকের
তাঁর কাকা জানিয়েছেন, গতকাল সন্ধেয় একটি ফোন পেয়ে সে ঘর থেকে বের হয়। এরপর আর ঘরে ফেরেনি সে। আজ সকালেই প্রতিবেশীদের কাছে এই খবর পাই।
তিনি আরও জানিয়েছেন, কয়েক বছর ধরে এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তার ভাইঝির। ফলে পরকীয়া সম্পর্কের টানাপোড়েনেও খুন করা হতে পারে বলে অনুমান এলাকাবাসীর।
আরও পড়ুনঃ কম রেশনদ্রব্য দেওয়ার অভিযোগে ডিলারকে শোকজ খাদ্য কর্মাধ্যক্ষের
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই মহিলাকে অন্য কোথাও খুন করে বাড়ির কাছে এসে ফেলে যায় দুষ্কৃতীরা। কারণ মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকলেও এই স্থানে রক্তের দাগ কম। ঘটনার তদন্ত শুরু করেছে কোশিয়াড়ি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584