বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
কেরালায় ভয়াবহ বন্যার
কবলে পড়েছে লক্ষ লক্ষ মানুষ।চারদিকে জল আর জল।তাই কোন ভাবে কেউবা রয়েছে কোন ত্রান শিবিরে আবার কেউ বা রয়েছে ঘরের মধ্যেই জলবন্দি।চারদিকে খাবারের জন্য হাহাকার।তবে এই ভয়াবহ অবস্থাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই। অপরদিকে কেরালায় ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মহিলারা। মঙ্গলবার সকাল থেকে বিধাননগরের বিভিন্ন দোকান ও ব্যাবসায়ীদের কাছ থেকে কেরলের বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহের জন্য পথে নামেন।
এর পাশাপাশি বিধাননগরের সাধারন মানুষের কাছ থেকেও কেরলের জন্য অর্থ সাহায্যের আবেদনও করেন তারা।এদিন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস।
আরো পড়ুনঃ কেরলের বন্যা দুর্গতদের পাশে কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সহ বিভিন্ন রাজনৈতিক দল
এর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধাননগরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। তাদের মধ্যে ত্রান সংগ্রহকারী এক মহিলা অর্পণা দেব বলেন যে কেরালায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে কেরালায়।এই সময়ে তাদের পাশে সামান্য কিছু সাহায্য দিতে পারলে কিছুটা হলেও উপকৃত হবেন দুর্গত মানুষেরা।তাই আমাদের এই কর্মসূচি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584