পিয়া গুপ্ত,কালিয়াগঞ্জঃউত্তর বঙ্গের ঐতিহ্যবাহী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অবস্থিত মহেন্দ্রগঞ্জ নাট মন্দির।বিশাল মন্দির সংলগ্ন ময়দান মন্দিরের সৌন্দর্য বর্ধক।এই ময়দানে প্রতিবছর রথটানতে কয়েক হাজার ভক্তের সমাগম হয়।নামযজ্ঞ অনুষ্ঠানের সময় সেই ময়দানেই কয়েকদিন ধরে চলে মেলা।সেই ফাঁকা ময়দানের উপরই পড়েছে স্বার্থের থাবা।ফাঁকা ময়দানের পশ্চিম ও দক্ষিণ দিকে দোকান ঘর নির্মানের সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি।এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কালিয়াগঞ্জবাসী।
মন্দির কমিটির এই তরফা সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেও প্রচার হয়েছে।আজ বিকেল চারটেই মন্দির কমিটির ডাকা আলোচনা সভায় সেই বিক্ষোভ আছড়ে পড়লো।বিশেষ করে মহিলারা কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।মহিলারা দাবি করে যে নাটমন্দির কমিটির সদস্যদের পদত্যাগ করতে হবে।তাদের দাবী কিভাবে মন্দির কমিটি এলাকাবাসীর মতামত না নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই সিদ্ধান্ত নেয়?শুধু তাই নয় ব্যবসায়িক স্টল তৈরির জন্য বেআইনী ভাবে বহু গাছ কেটে ফেলা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি তথা কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা জানান যে,মন্দির পরিস্কার পরিচ্ছন্ন করতে বিদ্যুৎ বিল সহ নানা খরচ মিলিয়ে প্রত্যহ প্রায় দেড় দুই হাজার টাকা খরচ হয়।সেই কারনে মন্দিরের লাগোয়া মাঠে পঁয়তাল্লিশটি দোকান ঘর তৈরি করে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584