নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গত ২৯ জানুয়ারি সাহেবনগরে নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথ অবরোধ করে ভারতীয় গণতান্ত্রিক নাগরিক মঞ্চ। সেদিন পথ অবরোধ ভাঙতেই গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিতে নিহত হয় দু’জন নিরীহ আন্দোলনকারী।

সোমবার সেই আক্রমণের বিরুদ্ধে এবং প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথে নামল স্থানীয় মহিলারা। শুধু তাই নয়, এদিন সিএএ-এনআরসি-র বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রায় পাঁচ হাজার মহিলা পথে নেমেছে বলে দাবি তাদের।

আরও পড়ুনঃ শস্য বিমার পাওনা টাকার দাবিতে পথ অবরোধ
এদিন তারা আরও বলেন, প্রয়োজনে আমরা আরও বৃহত্তম আন্দোলনে যোগ দেব, প্রতিবাদ মিছিল করব। কিন্তু অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে।
মিছিলের পর পথে বসে বিক্ষোভ দেখায় মহিলা থেকে শুরু করে পড়ুয়ারা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584