নিজস্ব সংবাদদাতা,আরামবাগঃ
ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থানে এক মধ্যযুগীয় বর্বরতা র ঘটনা ঘটল। দুশ্চরিত্রা অভিযোগে এক বধুকে মারধর এবং তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল এলাকার মাতব্বরদের বিরুদ্ধে।
এই ঘটনায় ওই বধু ছয় জনের নামে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করেছে এক যুবককে। ধৃত যুবকের নাম সেখ বেলাল। তার বাড়ি খানাকুল থানার সাইবোনায়। জানা গিয়েছে, ধরমপুরের মল্লিক পাড়ার গৃহবধূ স্থানীয় বাজারে এক ব্যক্তির সঙ্গে গল্প করার সময় সেখ বেলাল নামে এক যুবক তাদের ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করে এবং সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। তারপর সেখ বেলাল ওই বধূর প্রতিবেশীদের ওই ছবি দেখিয়ে উত্তপ্ত করে। গ্রামের মাতব্বরা সালিশি সভার আয়োজন করে। এই সভাতে ঠিক করা হয় ওই বধুর চুল কেটে, ন্যাড়া করে, ঘোল ঢেলে গোটা গ্রামে ঘোরানো হবে।
এই সালিশি সভা তে মহিলারাও উপস্থিত ছিলেন। তারাই মূলত দায়িত্ব নেন চুল কেটে ন্যাড়া করার। শুরু হয় চুল কাটার। কিছুটা চুল কাটার পর কৌশল করে ওই বধু এলাকা থেকে পালিয়ে যান বাপের বাড়ি সাবল সিংহপুর । তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। তারপর তিনি খানাকুল থানায় লিখিত অভিযোগ করেন ছয়জন ব্যক্তির নামে। যদিও এই ঘটনায় যুক্ত মহিলাদের নামে কোনো অভিযোগই করা হয়নি। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে বুদ্ধিজীবী মহলে। বিশিষ্ট সাংবাদিক কাকলি চ্যাটার্জি বলেন, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে দোষীদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। আরামবাগ এসডিপিও কৃষানু রায় বলেন, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584