মনিরুল হক, কোচবিহারঃ
সারাদেশে যেন ধর্ষণ, শ্লীলতাহানি, খুন একটা সামাজিক ব্যধি হয়ে দাঁড়িয়েছে। তাই সারা দেশ তথা এই রাজ্যে নারীদের সুরক্ষা নেই। তাই নারীদের বিপদে আপদে থাকার প্রতিশ্রুতি দিয়ে ময়দানে নেমে পড়েন বিভিন্ন নাগরিক কমিটি।
বুধবার পুন্ডিবাড়িতে দ্বিতীয় শ্রেণীতে পাঠরতা এক শিশুর ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি দেওয়ানহাট ইউনিটের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এদিন ওই মিছিল দেওয়ানহাট লাইব্রেরী থেকে দেওয়ানহাট চৌপথি অবধি হয়। এদিনের ওই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন সুস্মিতা বর্মন, রাণা সরকার সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ হেতমপুরে সরকারি হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্রে বোমা বিস্ফোরণ
নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি দেওয়ানহাট ইউনিটের পক্ষে সুস্মিতা বর্মন বলেন,”পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে যেভাবে নারী নির্যাতন বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক। সর্বত্র মদের ব্যাপক প্রসার ও টিভি, সিরিয়াল, সিনেমা ও বিজ্ঞাপনে নারীদের অশ্লীল প্রদর্শনের কারণে আজ সমাজে এই নৈতিক অধঃপতন। একটি ছোট্ট শিশুও আজ সুরক্ষিত নয়। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি সহ মদ নিষিদ্ধ ও উন্নত সংস্কৃতির প্রসারের দাবি জানাচ্ছি।” তার সাথে সমস্ত বর্গের মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584