কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ নারী সুরক্ষা সংঘের

0
105

মনিরুল হক, কোচবিহারঃ

women safety comunity | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

করোনা কালে সারা দেশজুড়ে ধর্ষণের ঘটনা শিরোনামে উঠে আসছে। আর তাতেই ক্ষোভ বাড়ছে দেশের মানুষের। সাম্প্রতিক, যোগী রাজ্যে হাথরাস কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সারা দেশের সাথে এরাজ্যের বিভিন্ন জেলাগুলিতে।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

আর এই নারী সুরক্ষা নিয়ে এবারে কোচবিহারে পথে নামল নারী সুরক্ষা সংঘ।জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ শহরের বেশ কিছু যুবক যুবতীদের নিয়ে তৈরি এই নব সংগঠন নারী সুরক্ষা বেশ কিছু দাবির ভিত্তিতে সাগরদীঘি চত্বরে মিছিল করে কোচবিহার জেলাশাসকের দফতরে সাময়িক বিক্ষোভ প্রদর্শন করে।

আরও পড়ুনঃ তমলুকে জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ আশা কর্মীদের

protest | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন এই সংগঠনের পক্ষ থেকে অর্পিতা বারিক জানিয়েছেন, “সারা দেশে ক্রমশ ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে। তাই নারীদের সুরক্ষা সহ বেশ কিছু দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয়। ভবিষ্যতেও আমরা এবিষয়ে আন্দোলন চালিয়ে যাব।” এরসাথে সমস্ত রকমের নেশাজাতীয় দ্রব্য বন্ধেরও দাবি জানান তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here