মহিলাদের স্বনির্ভর কর্মক্ষেত্রের উদ্বোধনে জেলা পুলিশ সুপার

0
50

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

Women self-help workshop Inauguration by police super
নিজস্ব চিত্র

জেলা পুলিশের প্রয়াসে এবং দিশারী অ্যাক্টিভিটি সেন্টার নামে মহিলাদের স্বনির্ভর কর্মক্ষেত্রের উদ্বোধন করা হল শনিবার।কালিয়াচকের গয়েসবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাসপাড়া গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ।

Women self-help workshop Inauguration by police super
নিজস্ব চিত্র

তার সাথে হাজির ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ )দীপক সরকার,জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ হাজি কেতাবদ্দিন, সিইও ইস্ট অ্যান্ড সিল্কের পক্ষ থেকে মনোজ জৈন,পঞ্চায়েত সভাপতি আতিউর রহমান,ইসি কালিয়াচক থানা আশিস দাস সহ অন্যান্যরাএবিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন,বর্তমানে রোজগারের আশায় জেলার বেশ কিছু এলাকার পুরুষরা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন।

আরও পড়ুনঃ স্বনির্ভর হতে মাশরুম চাষ বিষয়ক আলোচনা সভা

Women self-help workshop Inauguration by police super
নিজস্ব চিত্র

তাদের যাতে ভিন রাজ্যে যেতে না হয়,এই কারণে বাড়ির মহিলা বস্ত্রশিল্পের মধ্য দিয়ে আয় করতে পারবেন।এই উদ্দেশ্যকে সামনে রেখে এদিন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ৩০টি সেলাই মেশিন দেওয়া হয় তিনটি টিম অনুসারে।তিনি আরও জানান, এদেশে তৈরি ওড়না বিদেশে পাড়ি দিচ্ছে।যার ফলে ভালো আয় করে অনেকে স্বচ্ছল হচ্ছেন।সেই মতে মহিলাদের সেলাই মেশিন দিয়ে কিছুটা হলেও আয় করতে পারবেন বলে আশাবাদী তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here