সাংগঠনিক কর্মীসভার আয়োজন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের

0
70

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মীসভার আয়োজন করলো দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। শনিবার এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর দেবীকোট ভবনে।

tmc meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের এই  সাংগঠনিক কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মিঠু জোয়াদ্দার, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভানেত্রী দেবাজনী দত্ত, জেলা পরিষদের সহকারী সভাধিপতি ললিতা টিজ্ঞা,গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্পা ঘোষ,গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক বর্ধন সহ জেলার অন্যান্য মহিলা তৃণমূল নেতৃত্বরা।

আরও পড়ুনঃ করোনা সচেতনতায় বিশেষ উদ্যোগ পুলিশের

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। লকডাউন কিছুটা শিথিল হতেই জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী করতে সাংগঠনিক কর্মিসভার আয়োজন শুরু করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল দলের সমস্ত শাখা সংগঠন আরও বেশি দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি তুলে ধরার কাজ করবে বলে জানা যায়।

সেই মত এদিন গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কর্মীসভা। এদিনের এই কর্মীসভা থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করলো জেলা মহিলা তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী ২০ই জুন থেকে ২৬সে জুন পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে গোটা জেলা জুড়ে। সেই সঙ্গে আগামী ১জুলাই ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে দুঃস্থ বাচ্চাদের দেওয়া হবে ফল ও প্রয়োজনীয় সামগ্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here