নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এখন থেকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি -তে যোগ দিতে পারবেন মহিলারাও, বুধবার সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র। তিন সেনাপ্রধানের সঙ্গে আলোচনার পরে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-তে মহিলাদের যোগ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।
ভারতীয় সেনার তিন বিভাগেই অর্থাৎ জল, স্থল ও আকাশ এই তিন বাহিনীতেই আধিকারিক নিয়োগ করা হয় ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে। এদিনের শুনানিতে কেন্দ্র আদালতে জানায় ভারতীয় সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-তে যোগ দিতে পারবেন মহিলারাও।
এদিনের শুনানির সময় সুপ্রিম কোর্ট বলে, দেশের সেনাবাহিনী একটি বিশেষ সম্মানজনক বাহিনী। সেখানে লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য আরও অনেক কিছু করা দরকার। তবে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-তে মহিলাদের অন্তর্ভুক্তি নিয়ে সেনাবাহিনীর এই সিদ্ধান্তকেও প্রশংসা করে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি আদালত এও বলে যে, সব সংস্কার একদিনে হতে পারে না তা তাঁরা জানেন তবে সংস্কারের যে সুচনা আজ হল তাতে তাঁরা আনন্দিত।
আরও পড়ুনঃ উপাচার্যের করা মামলাতেই হাইকোর্টে ধাক্কা বিশ্বভারতীর, বহিষ্কৃত ছাত্রদের ক্লাসে ফেরানোর নির্দেশ
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-তে মহিলারদের ভর্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে কেন্দ্রকে দু’সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584