মাদক বিরোধী আন্দোলনে একজোট এলাকার মহিলারা

0
84

শ্যামল রায়,কালনাঃ
মাদক বিরোধী আন্দোলনে প্রমিলা বাহিনীর সদস্য সদস্যরা।বৃহস্পতিবার সকালে মন্তেশ্বর থানার মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা মাদক বিরোধী আন্দোলনে নেমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে।
মাদক বিরোধীদের অভিযোগ যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং সেইসাথে যত্রতত্র গজিয়ে ওঠা চোলাই মদের ঠেক দেখলেই পুলিশ প্রশাসন কে জানাতে হবে এবং প্রয়োজনে নিজেদের কেউ পুলিশের সাথে সহযোগিতার মধ্যে দিয়ে ওই সব ঠেক ভাঙতে হবে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তারা সাধারণ মানুষের স্বার্থে এবং পিছিয়ে পড়া সাধারণ মানুষ যে ভাবে এইসব মদ এবং লটারির প্রতি আকৃষ্ট হচ্ছে ফলে সর্বশান্ত হয়ে পড়ছেন তারা।এইসব কারবার বন্ধ করার দাবিতে সরব হন।স্থানীয় বাসিন্দা আমিনা বিবি সজলা খাতুন প্রমুখ ও দাবি যে তাদের  অনেকেই আছেন আড়ালে আবডালে গোপনে চোলাই মদ খেয়ে বাড়িতে যেমন অশান্তি করেন তেমনি বহু অর্থ নষ্ট করেন তাই পুলিশ প্রশাসন কেউ যেমন নজর দেওয়া দরকার তেমনি প্রত্যেক পরিবারের তরফ থেকেও সচেতনতা দরকার বলে মনে করছেন।চোলাই মদ কাণ্ডে যেভাবে নিরীহ মানুষ গুলোর মৃত্যু ঘটেছে এটা নিন্দার ভাষা নেই।এর সঙ্গে যুক্ত কারবারিদের কঠোর শাস্তি দরকার বলে দাবি করা হয়েছে।আরো অভিযোগ যে এখন গ্রামগঞ্জে মুদির দোকানেও মদ বিক্রি হয়।চোলাই দেশি মদের কারবার নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ।

নিজস্ব চিত্র

চোলাই দেশি মদের কারবার নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে।বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসন অভিযান চালায়,ধরপাকড় হয়।মানুষ মদের ঠেক ভেঙে দেন।তারপরেও গজিয়ে ওঠে ইদানিং মুদির দোকান মনোহারী দোকান চায়ের দোকানের আড়ালে ও কোথাও কোথাও বেআইনিভাবে বিক্রি হচ্ছে দেশী মদ এবং  চোলাইয়ের পাউস।
এমনকি মোবাইলে ফোন করলেই সাইকেল কারবারীরা পৌঁছে দিচ্ছেন হোম ডেলিভারিতে মদ এবং চোলাই মদ।তাই এদিন মাদক বিরোধী আন্দোলনে শামিল হল এলাকার মহিলারা জোট বদ্ধ হয়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন।স্থানীয় বাসিন্দা আজিজুল হক জানিয়েছেন যে “মাঝে মধ্যেই আমরা পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে মদ বিক্রেতাকে কথা জানাই এবং ওইসব কারবারে যুক্ত দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here