সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
সপ্তদশ লোকসভা নির্বাচনে দেওয়াল লিখনে এগিয়ে এলেন সুন্দরবনের মহিলারা।সংসারের হেঁসেল সামলে তুলির টানদিচ্ছেন নামখানা ব্লকের একাধিক মহিলা।নামখানার নারায়পুর গ্রামপঞ্চায়েতে বুথে বুথে দশজন মহিলা ভাগ করে চলছে ফ্লেক্স ফেসটুন দেওয়াল লিখন।
গঙ্গা মাইতি ও ঝুমা মন্ডল নেতৃত্ব দিচ্ছেন শতাধিক মহিলাকে।প্রত্যেকটি বুথে তৃনমূলের এমন কাজে কোন ঠাসা হয়ে পরেছেন বিরোধীরা।নানান কাজ থেকেও আজ এগিয়ে সুন্দরবনের মহিলারা।
উন্নয়নকে হাতিয়ার করে।বিরোধীদের দুরমুস করতে মহিলারা তৃনমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার সর্মথনে প্রচারে নামেন।উপস্থিত ছিলেন নারায়নপুর অঞ্চলের জেনারেল সেকেটারি ,এসসিএসটি সেলের জেলার কার্যকারী সভাপতি ধীরেন পাত্র,শ্রীমন্ত মালি জেনারেল সেক্রেটারি,জেলা তৃনমূল যুব কংগ্রেসের।
আরও পড়ুনঃ তুলি হাতে দেওয়াল লিখনে মানস
ধীরেন পাত্র বলেন,উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচার শুরু করেছেন মহিলারা।লোকসভা নির্বাচনে প্রথম সারিতে থাকবেন তাঁরাই,আশাবাদী তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584