নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০০ বছরের পুরনো গণতন্ত্রের ইতিহাস যেন নতুন ছোঁয়া পাচ্ছে। আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেনের আমলে একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসছেন মহিলারা। স্থান করে নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূতরা। সেই তালিকায় নতুন সংযোজন নীরা ট্যান্ডন।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদেন অনুযায়ী, হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’-এর প্রধান হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডন। বর্তমানে তিনি সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস-এর চিফ এগজিকিউটিভ।
Honored to work again for @JoeBiden, a man I worked on behalf of during the Obama-Biden Admin as he helped lead economic recovery, rebuilt our relationships with partners (turns out good practice) and injected empathy and humanity into nearly every meeting I sat in.
— Jen Psaki (@jrpsaki) November 29, 2020
ভাইস প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে মনোনীত করে প্রথম চমক দিয়েছিলেন বিডেন। ক্ষমতায় আসার পর আমেরিকায় কোষাধ্যক্ষ থেকে গোয়েন্দা বিভাগের প্রধান পদে মনোনীত করেছেন মহিলাদের। এবার বাজেট চিফ পদেও বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা।
আরও পড়ুনঃ ব্রহ্মপুত্র নদের উপর বিশাল বাঁধ তৈরির পরিকল্পনা চিনের, সমস্যায় পড়ার সম্ভাবনা ভারতের
শুধু তাই নয়, হোয়াইট হাউসে প্রেস সচিবের দায়িত্ব পাচ্ছেন এক নারী, জেনিফার সাকি। দীর্ঘ দিন ডেমোক্র্যাটদের মুখপাত্র ছিলেন তিনি। যোগাযোগ রক্ষাকারী দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন কেট বেডিংফিল্ড। তিনি বিডেনের হয়ে প্রচারের দায়িত্ব সামলেছেন। এদিকে আর্থিক পরামর্শদাতা পরিষদের দায়িত্বে আসতে চলেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ সিসিলিয়া রাউসকে।
আরও পড়ুনঃ দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে, মোদীর ডাকে সর্বদল বৈঠক শুক্রবার
এখানেও নয়া মাইলস্টোন ছুঁয়েছেন বিডেন। প্রথম অ্যাফ্রো-আমেরিকান হিসাবে রাউস আর্থিক পরামর্শদাতা পরিষদের দায়িত্বে পেতে চলেছেন। উল্লেখ্য, এই পরিষদের সদস্য সংখ্যা তিন। বাকি দুই পদে বসতে চলেছেন জেয়ার্ড বার্নস্টাইন এবং হিদার বাউশে।
সম্প্রতি জো বাইডেন একটি বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্টের একটি গুরুত্বপূর্ণ কাজ হল আমেরিকাবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং সত্যকে সামনে রেখে কাজ করা। আর এই দলটি সম্পূর্ণ বিশ্বস্ত এ ব্যাপারে।শুধু তাই নয় হোয়াইট হাউস থেকে আমেরিকাবাসীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাঁদের দায়িত্ব অপরিসীম, যা তাঁরা পালনে সক্ষম। দেশকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে এই শিক্ষিত, অভিজ্ঞতাসম্পন্ন কমিউনিকেটর দল তাঁদের কাজের প্রতি দায়বদ্ধ সবসময়। ”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584