রাজনৈতিক-অরাজনৈতিক উদ্যোগে নারী দিবস উদযাপন

0
143

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

“বিশ্বের যাহা কিছু সৃষ্টি চির কল্যানকর,অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর।” আজ বিশ্ব নারী দিবস। সারা বিশ্বের সংগে তাল মিলিয়ে আমাদের দেশের সমস্ত প্রান্তে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন অরাজনৈতিক সংগঠন নিজেদের মতো করে আজকের দিনটিকে পালন করে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকের দিনটি পালন করে রাজনৈতিক দলগুলো নানা অনুষ্ঠানের মাধ্যমে।

women's day celebrate political and Non-political party
তৃণমূলের শোভাযাত্রা।নিজস্ব চিত্র

শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের দিনটিকে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের প্রচারের মাধ্যমে।তৃনমূল কংগ্রেসের সময়ে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে আসন বিন্যাস অর্ধেক মহিলাদের জন্য সংরক্ষিত করেছে।

শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যাসাগর হলে থেকে বের হয়ে সারা শহর পরিক্রমা করে আবার বিদ্যাসাগর হলে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি,শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব,মহিলা সভাপতি মৌ রায়,যুব সভাপতি রমা প্রসাদ গিরি,দলের মহিলা কাউন্সিলরগন,তৎসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।মিছিলে প্রায় পাঁচ হাজারের অধিক মহিলা সমর্থকরা অংশগ্রহণ করে।

আরও পড়ুন: নারী দিবস উপলক্ষে ‘পিরিয়ড,এন্ড অব সেন্টেন্স’-এর প্রদর্শন

women's day celebrate political and Non-political party
পুলিশের উদ্যোগে উদযাপন।নিজস্ব চিত্র

পাশাপাশি মেদিনীপুর কোতোয়ালী থানার পক্ষ থেকে শহরের একটি বেসরকারী বৃদ্ধাশ্রমে আবাসিক বৃদ্ধাদের হাতে বস্ত্র বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার (অ্যাডাম)দেবশ্রী স্যানাল সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।

women's day celebrate political and Non-political party
জেলা কংগ্রেসের উদ্যোগে উদযাপন।নিজস্ব চিত্র

তাছাড়া মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে জেলা কার্যালয়ে সমাজের বিভিন্ন স্তরের নিজেদের কাজে সফলতা অর্জন করে জীবন জীবিকা নির্বাহ করে যেমন কেউ মৃৎশিল্পী,কেউ পরিচারিকা,কেউ মশালার দোকানপাট করে,কেউ বা মাংস কাটার কাজ করে এই রকম দশ জন মহিলাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়,রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মান্তু আহমেদ, শহর মহিলা কংগ্রেসের সভানেত্রী রীতা শর্মা,জেলা কংগ্রেসের সভাপতি সৌমেন খান,সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here