নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ
২০১১ সাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করলেন জঙ্গলমহল কাপ। একই সঙ্গে ঘোষণা করলেন, জঙ্গলমহল কাপের সেরাদের দেওয়া হবে চাকরি। জঙ্গলমহলের জেলাগুলির দরিদ্র পরিবারের মেয়েদের ফুটবলকে আঁকড়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখার সেই শুরু। পুরুলিয়া, শালবনী, ঝাড়গ্রামের দরিদ্র আদিবাসী পরিবারের বহু মেয়েরা আসতে শুরু করলো ফুটবলে।

চ্যাম্পিয়ন টীমের মেয়েরা জঙ্গলমহলের বিভিন্ন থানায় মুলত মহিলা সিভিক ভলেনটিয়ার হিসেবে চাকরিও পেলো। ১০ বছর অতিক্রান্ত, জঙ্গলমহলের বহু মেয়ে আজ ফুটবল খেলার স্বপ্ন দেখতে দেখতেও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন।

বরাবাজার থানা, জঙ্গলমহলের অংশ পুরুলিয়া জেলার একটি থানা। এই থানাতেও রয়েছেন জঙ্গলমহল কাপের চ্যাম্পিয়ন টীমের মেয়েরা। বর্তমানে তাঁরা থানার মহিলা সিভিক ভলেনটিয়ার্স। বরাবাজার থানার আইসি শ্রী সৌগত ঘোষ চাননি কাজের চাপে হারিয়ে যাক প্রতিভা।
আরও পড়ুনঃ পুরুলিয়া জেলার বরাবাজার থানা পরিচালিত শবর স্কুলের শিশুদের স্বাধীনতা দিবস উদযাপন

এদের সকলেরই বয়স ১৮ থেকে ২০-র মধ্যে।পরিকল্পনা অনুযায়ী শুরু হয়ে গেলো সকালে ফুটবল প্র্যাকটিস, তারপর অফিস। সাথে জুড়ে গেল বরাবাজার থানার তীরন্দাজ শিবির ‘লক্ষ্য’-র মেয়েরা। দেশের সংসদে মহিলা সাংসদ ১৪ শতাংশ হলেও গ্রামের পুলিশের কাছে এই মেয়েরা ১০০ শতাংশ সন্তানসম।
আরও পড়ুনঃ ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলিমুদ্দিনে প্রথমবার উড়ল জাতীয় পতাকা
আজ দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে এই ছানাদের নিয়ে হল একদিনের ফুটবল টুর্নামেন্ট। যার ফাইনাল হবে আগামী কাল, ‘খেলা হবে দিবস’-এ। থানা এলাকার ৮ টি দলের মধ্যে খেলে ফাইনালে উঠলো বরাবাজার থানা মহিলা ফুটবল টিম আর থানার তিরন্দাজি মহিলা ফুটবল টিম। তিরন্দাজি টীমের সকলের বয়স আবার ১৮ বছরের নিচে। এখন মাত্র আর কয়েক ঘণ্টার অপেক্ষা ফাইনাল খেলার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584