লিঙ্গ বৈষম্যকে দূরে সরিয়ে রেখে শ্রমজীবী নারীরাই আজকের বীরাঙ্গনা

0
85

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। কেমন আছে বাংলার নারীরা?মাছ বিক্রেতা অমিতা সরদারের বাড়ি আন্ধারমানিক অঞ্চলে। সূর্যের চোখ খোলার সাথে সাথে তারও শুরু হয় দিনের।

woman | newsfront.co
নিজস্ব চিত্র
fish sellers | newsfront.co
নিজস্ব চিত্র

ভোরবেলা নেপালগঞ্জের কাঁটা থেকে মাছ এনে গাববেড়িয়ার বাজারে বিক্রিকরে স্বামীকে সহায়তা করে, ৩ মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে চাইছেন তিনি। এক মেয়ে স্নাতকের ডিগ্রি লাভ করেছেন বলেই জানান বাংলার এই মেয়ে।ফুলকুমারী মণ্ডল নামের অপর এক মহিলার বাড়ি বেতবেড়িয়া গ্রামে।

vegetable seller | newsfront.co
নিজস্ব চিত্র

দম্পতি মিলেই বাগানে সবজি চাষ করে বিক্রী করেন। আবার সবজি ফেরি করে পাড়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত অর্থ উপার্জন করতে দেখা যায় তাদের। বেলার দিকে বাড়ি এসে রান্না শেষে স্বামী সন্তানের মুখে হাসি দেখেই যেন স্বর্গসুখ লাভ করেন ফুলকুমারী।

woman struggle | newsfront.co
নিজস্ব চিত্র

স্বামী পরিত্যক্তা সোভা অধিকারী খিরিশতলা গ্রামের বাপের বাড়ি থেকে সবজি বিক্রি করে জীবনযাপন করেন। আবার বিধবা অষ্টুমী সরদার বাজারে ঝাঁট দিয়ে জল দিয়ে যতটুকু আয় হয় তা দিয়েই নিজেরটুকু দিব্যি চালিয়ে নেন।

আরও পড়ুনঃ বৈষ্যমের বীজ সমাজের গভীরে প্রোথিত, তবু নারী চায় সম্পূর্ণ আকাশ

এরা জানেনা আন্তর্জাতিক নারী দিবস কি! এত কিছুর পর এখনও বন্ধ হয়নি নারী নির্যাতন। বন্ধ হয়নি নারী পাচার। মানবিক হোক সমাজ চাইছে আপামর জনসাধারণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here