কাঠ মাফিয়াদের কোপে সরকারি গাছ,উদাসীন বন দফতর

0
70

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

Wood mafia stolen govt tree
নিজস্ব চিত্র

জেলা সেচ বিভাগ চত্বর থেকে বিনা টেন্ডার ও অনুমতিতে বৃহদাকৃতি বহু মোটা ডাল কেটে বাইরে বিক্রির অভিযোগ উঠলো অসাধু কাঠ মাফিয়াদের বিরুদ্ধে।

প্রতিবাদে সরব স্থানীয় মানুষ থেকে পরিবেশপ্রেমী সংস্থাগুলি।সরকারি সম্পত্তি চুরি করা হচ্ছে বলেই অভিযোগ তাদের।স্থানীয় বন বিভাগের পক্ষ থেকে এনিয়ে আইনানুযায়ী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না বলেই দাবী।

Wood mafia stolen govt tree
পাচার হচ্ছে কাটা গাছ।নিজস্ব চিত্র

জানা গেছে,দক্ষিন দিনাজপুরের সদর বালুরঘাট শহরের বেলতলা পার্ক এলাকায় রয়েছে জেলা সেচ বিভাগ।সেখানে আছে সেচ ও জলপথ অধিকার দফতরের নির্বাহী বাস্তুকারের কার্যালয়টি।আম সহ বেশ কয়েক ধরনের প্রাচীন ও বৃহদাকৃতি গাছ রয়েছে এই দফতর চত্বরে।সেই গাছের সামান্য মরা অংশ কাটার নাম করে বিশালাকৃতি মোট মোটা ডাল কেটে ফেলেছে সেচ দফতরের কেউ বা কারা।গত শনি ও রবিবার ছুটির দিনের সুযোগকে কাজে লাগিয়ে চলে গাছের ওই অংশগুলি কাটা।

আবার সেগুলি লগ আকারে ভ্যান ও ঠ্যালায় চাপিয়ে বাইরে পাচার করা হয় বলে অভিযোগ।অথচ সরকারি দফতরে এইভাবে গাছ বা তার ডাল কাটা সম্পূর্ন নিষিদ্ধ। কিন্তু সেগুলি কাটা এবং তা বাইরে পাচারের সময় নজরে আসে স্থানীয় মানুষদের।
এরপরেই তারা খোঁজখবর শুরু করে।সোমবার পরিবেশপ্রেমী একটি সংস্থা এই ব্যাপারে সরব হয়।

আরও পড়ুনঃ দফায় দফায় অভিযান চালিয়ে উদ্ধার চোরাই কাঠ

এই সংস্থার কর্মকর্তারা কথা বলেন বন বিভাগের সাথে। দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here