মনিরুল হক, কোচবিহারঃ
পাচার করার আগে বহু মূল্যবান কাঠ উদ্ধার করলো ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মাথাভাঙ্গা ১ ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় শিমুলগুড়ি এলাকায় তল্লাশি চালায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।
সেখান একটি গাড়িতে করে বহু মূল্যবান কাঠ পাচার করছিল পাচারকারীরা। সেই গাড়িকে আটক করে পুলিশ। তবে ওই গাড়ির চালক সহ পাচারকারীরা গাড়িটিকে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ ভাইরাস মোকাবিলায় দীঘায় হোটেল মালিকদের সাথে বৈঠক মহকুমা শাসকের
এই বিষয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে একটি গাড়িতে করে কাঠ পাচার করছে পাচারকারীরা। এই খবর পাওয়া মাত্র ঘোকসাডাঙ্গা থানার পুলিশ তরিঘরি একটি টিম গঠন করেন। খবর অনুযায়ী ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় শিমুলগুড়ি এলাকায় পুলিশ তল্লাশি চালায়।
সেখান থেকে লক্ষাধিক টাকার মূল্যবান কাঠ সহ একটি গাড়ি আটক করা হয়েছে। পাচারকারী ও গাড়ির চালক পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584