নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় দশ লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করল বন দফতর। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা রেঞ্জ। বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযানটি চালায় বন দফতর। শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে অপেক্ষা করতে শুরু করে বন দফতরের কর্মীরা। এরপর, খবর মতো সেখানে সন্দেহভাজন গাড়িটি আসে। WB15-9489 নম্বরের গাড়িটিকে দেখে সন্দেহ হয় বন কর্মীদের। গাড়িটিকে দাড়ানোর চেষ্টা করলে গাড়িটি পালাতে শুরু করে। এরপর বন দফতরের কর্মীরা গাড়িটীকে ধাওয়া করতে শুরু করে। পিছু করে ফাসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের কাছে গাড়ীটিকে ধরে ফেলে বন দফতরের কর্মীরা। এর আগে এই গাড়ীটিতে করেই একাধিকবার চোরাই কাঠ পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গাড়ীটিতে তল্লাশি চালিয়ে ১০ লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করা হয়। যদিও সুযোগ বুঝেই পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। পুরো ঘটনায় অরুপ মজুমদার ওরফে জীবন মজুমদার নামে এক চোরা চালানকারি মুল পাণ্ডার উদ্দেশ্যে খোজ শুরু করেছে বন দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584