মাদারিহাটে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার, গ্রেফতার পাচারকারী

0
34

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে। একদিন পার হতে না হতেই ফের লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করল বন দপ্তর। সোমবার রাতে ব্লকের বান্ধাপানি থেকে উদ্ধার হল অবৈধ সেগুন কাঠ।

wood rescue | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

বন দপ্তর সূত্রে জানা গেছে, প্রতি দিনের মতো বান্ধাপানি বন দপ্তরের কর্মী , এসএসবি জওয়ান এবং পুলিশ যৌথ ভাবে রুটিন মাফিক টহল দেবার সময় রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ জঙ্গলের সীমানার মধ্যে বান্ধাপানির গুম্ফা লাইনের বাসিন্দা অমর লামা নামে এক যুবককে ২ টি সাইকেল বোঝাই সেগুন কাঠের গুড়ি সহ হাতেনাতে ধরে ফেলে এবং তারই পাশে পড়ে থাকা আরো ৪ টি সেগুন লগ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ বনধের সমর্থনে রাস্তায় নামতেই শিলিগুড়িতে বিজেপির নেতা কর্মীদের গ্রেফতার

BSF | newsfront.co
পাচারকারী ,নিজস্ব চিত্র

এই বিষয়ে বনদপ্তরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার দোরজি শেরপা জানান,”পাচার হবার আগেই দুটি সাইকেল সমেত এক জনকে হাতেনাতে ধরা হয়। তার পাশেই আরো চারটি লগ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সেগুন কাঠের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here