নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আনলক-১ পর্বে সোমবার থেকে ১০০ শতাংশ শ্রমিক নিয়ে শুরু হল চা বাগানের কাজ। সমস্ত সরকারি গাইডলাইন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই চা বাগানে ১০০% শ্রমিক নিয়ে কাজ শুরু হয়েছে। টানা লক ডাউনে চা বাগানের বহু ক্ষতি হয়েছে।
শ্রমিকদের ক্ষতি নিয়ে তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা প্রভাত মুখার্জি জানান, ‘ফাস্ট ফ্লাস ,সেকেন্ড ফ্লাস পুরোপুরি মার খেয়েছে। এতে এলাকার অর্থনীতিতে অনেক প্রভাব পড়বে।’ এদিন কালচিনি বিডিও ভূষণ শেরপা জানান, “ম্যানেজারদের বলা হয়েছে সমস্ত সরকারি গাইডলাইন মেনে কাজ করাতে।”
আরও পড়ুনঃ কালনায় রেশন দোকানে হানা মহকুমা শাসকের, চালু হোয়াটস অ্যাপ
উল্লেখ্য এর আগে ধাপে ধাপে ৫০ শতাংশ শ্রমিক দিয়ে চা বাগান খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। এবার ১০০ শতাংশ শ্রমিক দিয়ে চা বাগান খোলার নির্দেশ জারি করা হয়েছে। সেই কারনে খুশি এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক থেকে মালিক সব পক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584