‘ওয়ার্ক টু ট্রী-‘র সাক্ষী এবার দক্ষিণের জেলা বাঁকুড়া

0
72

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

Subrata Pati | newsfront.co
সুব্রত পতি, শিক্ষক। নিজস্ব চিত্র

জেলার ইন্দপুরের আহন্দা গ্রামের বছর পঁয়ত্রিশের সুব্রত পতি কলকাতার একটি বেসরকারী চাকুরী প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষকতা করেন। ‘করোনা’ সতর্কতায় ‘লকডাউনে’র কারণে সরকারী-বেসরকারী সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ‘অনলাইন’ শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। আর এই অবস্থায় গ্রামের বাড়িতে এসে চরম সমস্যায় পড়েছেন এই তরুণ শিক্ষক।

Tree | newsfront.co
নিজস্ব চিত্র

বাড়িতে বা গ্রামে কোন মোবাইল সংস্থার নেটওয়ার্ক মেলেনা। ফলে বন্ধুদের সাহায্য নিয়ে গ্রামের এক প্রান্তে একটি নিম গাছের উঁচু ডালে মাচা বেঁধে সারা দিন সেখানে বসেই চলছে তার ‘অনলাইন’ শিক্ষাদান। প্রতিদিন সকাল সাড়ে ন’টার মধ্যে ল্যাপটপ, মোবাইল, অন্যান্য শিক্ষা সামগ্রী, সামান্য খাবার ও জল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা উঠে পড়ছেন গাছে।

Subhojit Pati | newsfront.co
শুভজিৎ পতি,গ্রামবাসী। নিজস্ব চিত্র

তারপর গাছের উঁচু মগ ডালে মাচার উপর বসে চলছে শিক্ষা দান। এই ব্যবস্থায় যথেষ্ট খুশি গ্রামের মানুষও। এই কাজে কম বেশী সকলেই তাকে সাহায্যও করেছেন।গ্রামবাসী শুভজিৎ পতি বলেন, গ্রামে নেটওয়ার্ক না থাকা যথেষ্ট দূর্ভাগ্যজনক। তাই আমরাই উদ্যোগ নিয়ে নিম গাছের উপর ঐ মাচা তৈরী করে দিয়েছি।

আরও পড়ুনঃ চিকিৎসার জন্য জমিদার বাড়িতে বন্ধ হাসপাতাল চালুর দাবি স্থানীয়দের

Teacher | newsfront.co
নিজস্ব চিত্র

শিক্ষক সুব্রত পতির কথায়, এবিষয়ে অভিনবত্ব কিছু নেই। আমাদের এই এলাকায় প্রায়শই হাতি ঢুকে পড়ে। ফলে গাছের উপর মাচা তৈরী করে হাতি তাড়ানো অনেক পুরাণো পদ্ধতি। এই পদ্ধতিটাকেই কাজে লাগিয়ে তিনি শিক্ষাদান করছেন বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here