জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত শ্রমিকের মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জে

0
45

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত গুজরাতের বাসিন্দা এক শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। সহকর্মীদের সুত্রে জানা গেছে, ওই ব্যক্তি প্রায় সপ্তাহ খানেক ধরে জ্বরে ভুগছিলেন। তাতেই ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা ভেবে বাসিন্দাদের মধ্যে আতংক চরমে উঠেছিল।

Raiganj hospital | newsfront.co
রায়গঞ্জ হাসপাতাল। নিজস্ব চিত্র

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম বারিয়া কানুভাই ভাগাভাই, বয়স আনুমানিক ৪৮ বছর। তাঁর বাড়ি গুজরাতের পাঁচমহল জেলার শেহেরা থানার ফালিউ মোড় এলাকায়। জানা যায়, তিনি রুপাহার থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বিভিন্ন নির্মাণ গাড়ির অপারেটরের কাজে নিযুক্ত ছিলেন।

আরও পড়ুনঃ রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় মৃত চার, আশঙ্কাজনক এক

তিনি রায়গঞ্জের বারোদুয়ারি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রাস্তা নির্মাণ সংস্থার ক্যাম্পে থাকতেন। এদিন সকালে ওই ক্যাম্পেই অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীদের দাবি, ১৬ই মার্চ জ্বরে আক্রান্ত হন বারিয়া কানুভাই ভাগাভাই। স্থানীয় চিকিৎসককে দেখানোর পর ওষুধ খেয়েও জ্বর না কমায়, ১৮ মার্চ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

এরপর গত শুক্রবার কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে ছুটি নিয়ে কাজে যোগ দেন বারিয়া। এরপর এদিন সকালে আচমকা অসুস্থ হয়ে কর্মক্ষেত্রেই জ্ঞান হারান তিনি। ঘটনাস্থলেই সহকর্মীরা তাকে তড়িঘড়ি করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ তার পরিবারের লোকেদের খবর দেন। পরিবারের লোকেরা হাসপাতালে এসে না পৌঁছনোয়, এদিন ওই ব্যক্তির মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার জানান, “কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বলা সম্ভব নয়”।

সেই সঙ্গে জেলায় উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ দেবাশিস মণ্ডল বলেন, “ওই ব্যক্তি ঠিক কী অসুখে ভুগছিলেন, তা তার চিকিৎসার নথি দেখে খোঁজ নেওয়া হবে। তবে তার সহকর্মীরা জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তবে বাকিদের করোনা নিয়ে আতংকিত না হওয়ার বার্তা দিয়েছে জেলা প্রশাসনের কর্তারা। পাশাপাশি পুলিশের তরফ থেকে গুজব না ছড়ানোর বার্তাও দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here