নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
বালুরঘাটে শুরু হলো শ্রমিক মেলা ২০১৯।এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন শ্রমদপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন,বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা,অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক সহ বিশিষ্ট জনেরা।বালুরঘাট শহরের অভিযাত্রী ক্লাবের মাঠে চলা এই অনুষ্ঠানে আজ সামাজিক সুরক্ষা যোজনার আওতায় ৭১৪ জন উপভোক্তা কে মোট ১ কোটি ২ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়।এই উপভোক্তারা আজ ২ লক্ষ টাকা পর্যন্ত অনুদান পেয়েছেন।
আরও পড়ুনঃ ব্রহ্মনগরে উদ্যোগের অভাবে বন্ধ মৎস্য চাষ প্রকল্প
এই অনুষ্ঠান উপলক্ষ্যে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে উপস্থিত উপভোক্তাদের অবগত করতে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল ও তৈরী করা হয়।এই অনুষ্ঠানে প্রায় হাজার দুয়েক বিভিন্ন পেশায় যুক্ত শ্রমিক উপস্থিত ছিলেন।এই মেলায় অনুদান প্রদানের পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হবে বলে জানা গেছে।বিভিন্ন সমস্যার সমাধানে সরকারি তরফে এই অনুদান পেয়ে খুশি এই মেলায় উপস্থিত উপভোক্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584