পায়ে হেঁটে কটক থেকে বেলদা এল ১৯ জনের একটি দল

0
82

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

লকডাউনের ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। জনজীবন স্তব্ধের সাথে সাথে বিপর্যস্ত যান পরিষেবাও। অথচ রোজগারের জন্য ভিন রাজ্যে গিয়েও উভয় সংকটের মধ্যে পড়েছে বহু শ্রমিকরা। যাদের হয়তো এমন অবস্থা হাতে সামান্য টাকা না থাকায় খাবারও জুটছে তাদের।

workers | newsfront.co
শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

তাই কোন মতে নিজ রাজ্যে ফিরতে গেলে এখন একমাত্র ভরসা পা-ই। ঠিক এমনই অবস্থার ছবি দেখা গেল বেলদা গ্রামে।খাবার ও থাকার চরম সংকটের দরুন উড়িষ্যার কটক থেকে পায়ে হেঁটে মালদা যাওয়ার জন্য রওনা দিয়েছেন প্রায় ১৯ জনের একটি শ্রমিক দল।

police | newsfront.co
এলাকায় পুলিশ। নিজস্ব চিত্র

জানা যায়, ৫ দিন আগে উড়িষ্যার কটক থেকে তারা বেরিয়ে ছিলেন। আর বুধবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে এসে পৌঁছান তারা।বুধবার সকালে স্থানীয়রা এলাকায় একসঙ্গে এত বহিরাগত লোক দেখে হতভম্ব হয়ে, বেলদা থানায় খবর দেয়।

Belda rail station | newsfront.co
বেলদা গ্রাম। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নবাব মুলুক থে‌কে ঝাড়খন্ড, ঘরে ফেরার লক্ষ্যে অবিচল ওরা

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে। তারপর স্থানীয় নেকুরসেনি বিদ্যাভবনে সাময়িক ভাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে বেলদা প্রশাসন ।

তবে পুলিশ সূত্রে খবর, বর্তমানে তাদের ওখানে রেখে খাবারের ব্যবস্থা করা হচ্ছে । এরপর সমস্ত দিক খতিয়ে দেখে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যোগাযোগ করে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করবেন তাঁরা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here