নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে প্রায় দেড়মাস কর্মহীন অবস্থায় কাটিয়ে রায়গঞ্জে ফিরেই ক্ষোভ উগরে দিলেন পরিযায়ী শ্রমিকরা। ঠিকাদার সংস্থা তো দুরস্ত, সেখানকার প্রশাসনের পক্ষ থেকেও তেমনভাবে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা। কেউ অর্ধাহারে, তো কেউ অনাহারেই দিন কাটিয়েছেন। কোলের শিশুদের দুধ বা খাবারের জোগাড় করতে হিমশিম খেতে হয়েছে। কিন্তু অবশেষে স্বস্তি, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় উত্তর প্রদেশ থেকে পরিযায়ীদের নিয়ে রায়গঞ্জে এসেছে শ্রমিক স্পেশাল ট্রেন।
মঙ্গলবার ৩৬জন উত্তর দিনাজপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিক রায়গঞ্জ ষ্টেশনে ওই শ্রমিক স্পেশাল ট্রেন থেকে নামেন। এদিন যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন মহিলা ও শিশু। এক মহিলা জানান, ‘আমার তিন মেয়ে। উত্তরপ্রদেশ সরকার আমাদের কিছু ব্যবস্থা না করায় খুব সমস্যায় ছিলাম। জমানো টাকাও সব শেষ হয়ে গিয়েছিল’।’
আরও পড়ুনঃ মালদহে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে, উদ্বিগ্ন প্রশাসন
অন্য এক পরিযায়ী শ্রমিক জানান, ‘প্রথম দিকে এনজিও থেকে খাবার দিয়েছে। পরে সেটাও বন্ধ হয়ে যায়। বাইরে বের হলে পুলিশ লাঠিপেটা করেছে। কোনভাবে লুকিয়ে শুকনো খাবার নিয়ে এসে কিছুদিন খেয়ে কাটিয়েছি।’ ভিন রাজ্যে আটকে থাকা এই রাজ্যের শ্রমিকদের কি করুন অবস্থা, তা রায়গঞ্জে ফিরে আসা শ্রমিকদের কথাতেই তা এখন স্পষ্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584