নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বাড়িতে ‘হোম কোয়ারান্টিন’এ থাকার মতো আলাদা ঘর, শৌচাগার নেই৷ তাই বাধ্য হয়েই নদীর তীরে তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছেন মালদহের ৯ শ্রমিক৷ কোনওক্রমে সেখানে ১৪ দিন কাটিয়ে বাড়ি ফেরার অপেক্ষা করছেন তাঁরা ৷
বাইরে থেকে জেলায় পা রাখতেই প্রশাসন শ্রমিকদের হোম বা সরকারি কোয়ারান্টিনে থাকার মতো আলাদা ঘর নেই ৷ এই পরিস্থিতিতে গ্রাম থেকে দূরে কালিন্দী নদীর তীরে তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছেন মালদার কয়েকজন শ্রমিক৷
আরও পড়ুনঃ মালদহকে ‘রেড জোন’ ঘোষণার দাবিতে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ খগেন মুর্মুর
সতীচড়া এলাকার কয়েকজন শ্রমিক কাজের সূত্রে হাওড়ার উলুবেড়িয়ার ঋষিপুরে গিয়েছিলেন৷ লকডাউনে কাজ হারিয়ে মাসখানেক উলুবেড়িয়াতেই কাটিয়ে দেন তাঁরা৷ কিন্তু পরে পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বিধায়কের সহযোগিতায় ঘরে ফিরে আসেন।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার পরে হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা৷ কিন্তু ওই শ্রমিকদের বাড়িতে আলাদা করে থাকার মতো ব্যবস্থা নেই ৷ বাধ্য হয়েই কালিন্দী নদীর তীরে তাঁবু খাটিয়ে থাকছেন তাঁরা ৷ পরিবারের সদস্যরা প্রতিদিন তাঁবু থেকে অনেকটা দূরে খাবার রেখে চলে যায় ৷ পরে সেই খাবার নিয়ে আসতে হচ্ছে তাঁদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584