নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে রাজ্যের মুখ্যমন্ত্রী, বিড়ি শ্রমিকদের কিছুটা ছাড় দেওয়ায় আশার আলো দেখতে শুরু করেছেন করনদিঘি ও গোয়ালপোখর এলাকার মহিলা শ্রমিকরা। মূলত এই এলাকাগুলির প্রচুর মহিলারা কুটিরশিল্প তথা ঘরে বসে বিড়ি বাঁধার কাজের সঙ্গেই যুক্ত। আর এই লকডাউনের ফলে মুর্শিদাবাদের বিড়ি কারখানাগুলি বন্ধ হয়ে যাওয়ায়, তাঁরা এখন কর্মহীন হয়ে পড়েছেন।
জানা গেছে, গ্রামে মহিলা বিড়ি শ্রমিক পরিবারগুলির অধিকাংশ পুরুষই কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন। তবে এই লকডাউনে তাদের মধ্যে কেউ ঘরে ফিরেছেন, তো আবার কেউ এখনও ভিন রাজ্যেই আটকে রয়েছেন। যার ফলে আর্থিক কষ্টে দিন কাটছে এই পরিবারগুলির। রাজ্য সরকার বিড়ি বাঁধার উপর ছাড় দিলেও এইসব গ্রামের মহিলারা ‘কাজ’ পান ‘দালাল’ মারফৎ।
আরও পড়ুনঃ মাওবাদী মােকাবিলায় বন্দুক ধরা হাতেই করােনা রুখতে তৈরি হচ্ছে মাস্ক
তাই লকডাউনের জেরে সমস্ত গাড়ি বন্ধ থাকায় দালালরা গ্রামে এসে অর্ডার দিতে পারছেন না। তাই এলাকার মহিলারা চাইছেন, লকডাউন উঠে গিয়ে স্বাভাবিক হোক গাড়ি চলাচল। তাহলেই তাঁরা আবারও নিজেদের কাজে ফিরে যেতে পারবেন। যদিও কবে লকডাউন উঠবে, সেদিকে তাকিয়ে বাড়ির মহিলারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584