শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউনের জেরে কাজ কর্ম না থাকায় অর্ধাহারে দিন কাটছে বালুরঘাটের বেশ কিছু শ্রমিক পরিবারের। জানা যায়, বালুরঘাট শহরের কিছু বে-সরকারি পরিবহনগুলি থেকে মূলত মালপত্র ওঠানো নামানোর সাথে যুক্ত ছিল ওই শ্রমিকরা। তবে তাঁরা বেশিরভাগই বিহারের বাসিন্দা। তাই রুটি রুজির তাগিদে তাঁরা বেশ কয়েক বছর ধরে নিজেদের বিহারের বাসস্থান ছেড়ে, এই রাজ্যের বালুরঘাট শহরে এসে জীবিকা নির্বাহ করে।

কিন্তু তাঁদের সেই জীবিকাতে এবার বাধ সাধলো লকডাউন। করোনা আবহে রাজ্য জুড়ে চলছে লকডাউন। আর এর ফলেই যেটুকু অর্থ সঞ্চয় করছিল, তাও সব শেষের পথে। ফলে যেটুকু সম্বল রয়েছে, সেটুকু নিয়েই কোন রকমে অর্ধাহারে দিন কাটছে তাঁদের।

আরও পড়ুনঃ প্রায়ই হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার কারণে ক্ষুব্ধ বাসিন্দারা
তবে লকডাউন দ্বিতীয় দফায় চললেও এখনও পর্যন্ত তাদের খাবারের কোন ব্যবস্থা সরকারি স্তর থেকে করা হয়নি বলে দাবি জানায় দুঃস্থ শ্রমিকদের পরিবার। এহেন পরিস্থিতিতে তাই তাঁরা অর্ধাহারে কোন রকমে দিন কাটাতে বাধ্য হচ্ছে। এর পাশাপাশি তাদের অভিযোগ, এ রকম ভাবে লকডাউন যদি আরও বেশ কিছু দিন ধরে চলে, তাহলে তারা না খেতে পেয়ে মারা পড়বেন। তাই তাদের দাবি, হয় সরকারি স্তর থেকে তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হোক। নতুবা রাজ্য সরকারের তরফে বিহারের নিজ বাসস্থানে ফিরিয়ে দেওয়ার আর্জি জানান তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584