ফারাক্কায় এনটিপিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের বিক্ষোভ শাটডাউন শ্রমিকদের

0
87

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আবারও ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্লান্টের গেটের সামনে তৃণমূল শাটডাউন শ্রমিকদের বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

TMC Supporters | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

গত কয়েকদিন আগেও একই জায়গায় বিক্ষোভ করেন কাজের দাবিতে। সেই দিনের কথা মত কাজ না পাওয়ায় আজ আবারও বিক্ষোভ করতে বাধ্য হলেন বলে তারা জানিয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, কাহালগাঁও থেকে এক কোম্পানি কাজ পেয়েছে এই ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে, সেই কোম্পানি ভিনরাজ্য থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করাতে চাইছে! যে সকল বহু শ্রমিকরা দীর্ঘ ১০ থেকে ১৫ বছর থেকে এই এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট এ কাজ করে চলেছেন তারা আজ কর্মহীন।

আরও পড়ুনঃ কোচবিহারে বিজেপিতে ভাঙন, জেলা কমিটির দুই সদস্য যোগ দিল তৃণমূলে

এনটিপিসি কর্তৃপক্ষকে বারবার বলার পরেও এখনও অবধি কোনো সমাধান হয়নি তাই আজ তারা সমস্ত শ্রমিকদের নিয়ে ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্লান্টের প্রধান গেটের সামনে সকাল ৬ টা থেকে রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

আরও পড়ুনঃ তৃণমূলের পতাকা হাতে সৌমিক বিরোধী স্লোগান রাণীনগর, ভগবানগোলায়

এমনকি এই বিক্ষোভ চলাকালীন কোন এনটিপিসি কর্মীদেরও এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।আন্দোলনকারীদের দাবি যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে না ততক্ষন এই আন্দোলন চলবে বলে জানান।

এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ইজারাত আলি, তৃনমূল নেতা অরুণময় দাস, ইউনিয়ান নেতা টিপু সুলতান-সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here