নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউনে জনজীবন ব্যাহত হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে জেলার অনেক দুঃস্থ পরিবার। তাদের মধ্যে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলপাহাড়ি গ্রামের বাসিন্দারা একশো দিনের কাজ করে। প্রকল্পের কাজ করে যেটুকু সঞ্চয় করেছিল, তাও লকডাউনের মধ্যে শেষ হয়ে যায় তাঁদের। এ কারণেই দীর্ঘ দিন ধরে কাজের প্রাপ্য টাকা পাওয়ার জন্য অবশেষে পঞ্চায়েত প্রধানের কাছে আর্জি জানান কর্মীরা।
কিন্তু আর্জি জানানোর পরেও কোন সুরাহা না মেলায়, অবশেষে বৃহস্পতিবার সকালে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ কর্মকারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান প্রায় ৯০ জন গ্রামবাসী।
আরও পড়ুনঃ করোনা ঠেকাতে লকডাউন চললেও হুঁশ ফিরলো না জনগনের
যদিও গ্রামবাসীদের বক্তব্য, অন্যান্য গ্রামের লোকেরা একশো দিনের টাকা পেয়ে গেছে বেশ কিছুদিন আগে। তাহলে ফুলপাহাড়ি গ্রামের বাসিন্দারা একশো দিন প্রকল্পের কাজের টাকা এখনও কেন পায়নি। যদিও বর্তমানে কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে হলেও এদিকে ফুলপাহাড়ি গ্রাম সংসদে বিজেপি জিতেছে ।
তাই এ প্রসঙ্গে ওই গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্যা শিখা নায়েক বলেন, তিনি বিজেপি করেন বলে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিচ্ছে। পাশাপাশি উন্নয়নমূলক কোন কাজ করতে দিচ্ছে না তৃণমূল বলে অভিযোগ জানালেন শিখা দেবী। এর পাশাপাশি তাকে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।যদিও এ বিষয়ে উপপ্রধান বিশ্বজিৎ কর্মকারের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এদিনের এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584