বামুনাড়া শিল্পতালুকে ঠিকা শ্রমিকদের বেতন নেই, বিক্ষোভ

0
22

সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ

পশ্চিম বর্ধমানের অন্যতম শিল্পতালুক বামুনাড়া। এখানে পাঁচটি কারখানায় বেতন মেলেনি ঠিকা শ্রমিকদের। তারই প্রতিবাদে লকডাউনের বাজারে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা।এখানের সগড়ভাঙার একটি স্পঞ্জ আয়রন কারখানায় শ্রমিকেরা বেতন বকেয়া থাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ।

Protest | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

শ্রমিকদের অভিযোগ, বকেয়া পুরো বেতন না মিটিয়ে কর্তৃপক্ষ মাত্র দু’হাজার টাকা করে দিতে চাইছে শ্রমিকদের। তাঁদের বক্তব্য, লকডাউন পরিস্থিতিতে হাতে যেটুকু সঞ্চয় ছিল তা শেষ। দোকানদারেরা কেউ ধার দিচ্ছেন না। এখন বকেয়া বেতন না দিলে না খেয়ে মরতে হবে। এদিন বিক্ষোভের সময় দেখা যায় শ্রমিকরা স্বাস্থ্যবিধি কিছুই মানছেন না।

আরও পড়ুনঃ করোনা ঠেকাতে লকডাউন চললেও হুঁশ ফিরলো না জনগনের

প্রশাসনের পক্ষ থেকে বারবার তাঁদের সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বললেও শ্রমিকেরা তা মানেননি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলেও কোকওভেন থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষ অবশ্য এখনই মুখ খুলতে রাজি হননি। তাঁরা সময় নিয়েছেন বিষয়টি ভাবার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here