নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
আইসিডিএস কর্মীদের সঙ্গে মাস্ক দিতে কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় তৃণমুল নেতা জম্বু রহমান। বৃহস্পতিবার মালদহের হরিশ্চন্দ্রপুর ভজমোহন প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকদের কিছু খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার দিলেন আইসিডিএস কর্মীরা।
এছাড়াও স্থানীয় হরিশ্চন্দ্রপুর হাসপাতাল ও পুলিশ স্টেশনের পুলিশ কর্মীদের করোনা মোকাবিলার জন্য সংবর্ধনা জানিয়েছেন। এদের সেন্টারে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জিয়াউর রহমান ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা জম্মু রহমান।
আরও পড়ুনঃ লোকাল ট্রেন মেট্রো চালাতে রাজি নয় রাজ্য, জানালেন মুখ্যসচিব
এদিনও সেন্টারের শ্রমিকরা তৃণমূল নেতা জম্বু রহমানকে ঘিরে খাবার ও পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এই সেন্টারে স্থানীয় পঞ্চায়েত থেকে কোন সাহায্য করা হচ্ছে না। এদিকে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পড়ে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা জম্বু রহমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584