পিয়ালী দাস, বীরভূমঃ
বীরভূম জেলার সিপিএমের নেতা ও সাত বারের সংসদ সদস্য রামচন্দ্র ডোম যিনি নিজে পেশায় একজন ডাক্তার। গত কয়েকদিন ধরে তিনি দাবি করছিলেন ভিন রাজ্য থেকে সম্পূর্ণ পরিকল্পনাহীন ভাবে শ্রমিকদেরকে যেভাবে ট্রেনে করে নিয়ে আসা হচ্ছে তা নিয়ে যে কোনদিন বড়োসড়ো অঘটন ঘটে যাবে। কেন্দ্রীয় সরকারের গাফিলতি ও খামখেয়ালিপনার জেরে দুর্ভোগে পড়েছে শ্রমিকরা।
লকডাউন ঘোষণার দিন থেকে আজ অবধি কেন্দ্রীয় সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের শিকার দেশবাসী। পরিকল্পনা ছাড়াই লকডাউন যেমন শুরু করেছিল কেন্দ্রীয় সরকার, ঠিক তেমনই পরিকল্পনাহীন ভাবে বিভিন্ন রাজ্য থেকে বাংলার মানুষকে বাড়ি পৌঁছে দিতে যে ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল দফতর, তা যে সম্পূর্ণ ব্যর্থ প্রত্যেক দিনের যাত্রীদের বিক্ষোভ থেকে তা প্রমাণিত।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে বামেরা
শুক্রবার দুপুরে বোলপুর স্টেশনে এসে দাঁড়ায় শ্রমিক স্পেশাল ট্রেন। সাথে সাথে ট্রেন থেকে যাত্রীরা নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ মুম্বাই থেকে ট্রেন ছাড়ার পরে ট্রেনে জল নেই, বিদ্যুৎ নেই, লাইট নেই, খাবার দাবার পাওয়া যাবে এমন কোন স্টেশনেও দাঁড়ায়নি ট্রেন। এইভাবে চলতে থাকলে ট্রেনে একাধিক লোক দম বন্ধ হয়ে মারা যেতে পারে। এমনই আশঙ্কায় ক্ষোভে বোলপুর স্টেশনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে ট্রেনের যাত্রীরা।
বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর রেল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। রেল পুলিশের তরফে যাত্রীদের কে প্রতিশ্রুতি দেওয়া হয়, খাবার সংগ্রহের জন্য এরপরে ভাল বড় কোন স্টেশনে ট্রেনটি নিশ্চয়ই দাঁড়াবে। পর্যাপ্ত পরিমাণে ট্রেনে পানীয় জল থাকবে, ফ্যান ও লাইট জ্বলবে। এই প্রতিশ্রুতি পাওয়ার ১৫ মিনিট পর যাত্রীরা বিক্ষোভ তুলে নিলে ট্রেনটি গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584