নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের মোথাবাড়িতে করোনা ভাইরাসের টেস্ট করে কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হল ২১ জন পরিযায়ী শ্রমিককে। তাঁদের প্রত্যেকের টেস্টে নেগেটিভ রিপোর্ট আসার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
কোয়ারেন্টাইনে থাকা ৩৭ জন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক ছাড়াও মোট ১০০ জনের লালারস পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত কোয়ারেন্টাইন সেন্টার থেকে মোট ৯৪ জনের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ভিন রাজ্য থেকে পশ্চিম মেদিনীপুরে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা
কালিয়াচকের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ২১ জন ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের নেগেটিভ আসার জন্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি বাকি ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকের লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584