নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্র ও রাজ্য সরকারগুলির অমানবিক সিদ্ধান্ত এবং সীমাহীন ঔদাসীন্যে লকডাউন চলাকালীন বহু পরিযায়ী শ্রমিক অভুক্ত থেকে, দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফেরার পথে, রেলের চাকায় পিষ্ট হয়ে এবং আরও বহু কারণে মারা গেছেন।
মৃত পরিযায়ী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি -এর পক্ষ থেকে দেশব্যাপী সোমবার শোক দিবস পালন করা হয়। সোমবার খড়গপুরে শোক বেদীতে মাল্যদান করেন করেন সংগঠনের রাজ্য সহ সভাপতি গৌরীশঙ্কর দাস সহ সমাজের বিভিন্ন স্তরের খেটে খাওয়া মানুষ।
গৌরীশঙ্কর দাস বলেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে সুনির্দিষ্ট কোন পরিকল্পনা না করেই তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা না করেই সরকার লকডাউন ঘোষণা করেছে। এর ফলে অভুক্ত অবস্থায় দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফেরার পথে গত ৮ মে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ১৬ জন পরিযায়ী শ্রমিক ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
আরও পড়ুনঃ খুলতেই হ্যাং হয়ে গেল আইআরসিটিসি-র ওয়েব সাইট
গত ১০ মে মধ্যপ্রদেশে ট্রাক উল্টে ৫ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। তারও আগে ১২ বছরের বালিকা জামলো মকদম সহ অনেক পরিযায়ী শ্রমিক প্রয়োজনীয় খাদ্য-পানীয় ছাড়া দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে মারা গিয়েছেন।
যার কোন হিসাব নেই সরকারের কাছে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক ট্রেনের ব্যবস্থা না করে লকডাউনের মধ্যে দূর পাল্লার যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
গৌরী দাসের মতে, যে শ্রমিক এই সভ্যতার স্রষ্টা তাদের নিয়ে সরকারের এই আচরণ ক্ষমার অযোগ্য। তাই মৃত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার ওই সংগঠনের পক্ষ থেকে শোক দিবস পালন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584