চা বাগান মালিককে গ্রেফতারের দাবি শ্রমিকদের

0
38

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বন্ধ কালচিনি চা বাগানের শ্রমিকরা এবার কালচিনি চা বাগানের মালিক রোশনলাল অগ্ৰয়ালকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হল।

Workers demand for arrest of tea garden owner
থানায় লিখিত অভিযোগ শ্রমিকদের। নিজস্ব চিত্র

শুক্রবার শ্রমিকরা কালচিনি থানাতে লিখিত অভিযোগ জমা করে। এদিন কালচিনি সমস্ত শ্রমিক কালচিনি থানায় জমা হয়ে তারা প্রত‍্যেকে মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করে।

বিক্ষোভ চা বাগান শ্রমিকদের। নিজস্ব চিত্র

শ্রমিকরা জানান, এই মালিক আমরা চাইনা। ঘন ঘন বাগান বন্ধ করে আর খুলে, শ্রমিকদের প্রাপ‍্য কিছুই দেয়না। প্রোফিডেণ্ট ফাণ্ডে টাকা জমা দেয়না । তাই এই মালিকদের বিরুদ্ধে আমরা সবাই অভিযোগ করছি আমদের দাবি দ্রুত গ্রেফতার করা হোক কালচিনি চা বাগানের মালিককে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here