নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের পরিচালনায় এবং বীরপাড়া শ্রম দপ্তরের ব্যবস্থাপনায় মাদারহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া জুবিলি ক্লাব ময়দানে শুরু হল দুদিন ব্যাপী শ্রমিক মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।শুভ লগ্নে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস,ছিলেন তরাই ডুয়ার্স ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মোহন শর্মা,সাংসদ দশরথ তিরকি,জেলা পরিষদের কর্মাধ্যক্ষা জসিন্তা লাকরা সহ শ্রম আধিকারিরক ও বিশিষ্ট অতিথি বৃন্দ।দুই দিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে অঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বহিরাগত শিল্পীর সমন্বয়ে অনুষ্ঠান। সরকারের বিভিন্ন যোজনা এবং প্রকল্পগুলি সাধারনের কাছে তুলে ধরার পাশাপাশি অসংগঠিত শ্রমিক পরিবার গুলির শিক্ষা,স্বাস্থ্য,ভবিষ্যনিধি,মৃত্যু ও দূঘটনা জনিত সুযোগসুবিধা গুলি তাদের কাছে পৌছে দেওয়া ইত্যাদি আলোচনা করা হবে।
বীরপাড়ার সহকারি শ্রম আধিকারিক রাজু দত্ত জানান,দুদিনের শ্রমিক মেলার মূল উদ্দেশ্য হল অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে এনে সরকারি সুফল গুলি পৌছে দেওয়া এবং তাদের সচেতন করা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584