নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

দুই দিনব্যাপী মালদহ জেলা শ্রমিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শ্রমদপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন।এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল,পুলিশ সুপার অর্ণব ঘোষ,অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদক,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর সচিব অনিল কুমার কুশাওয়া,ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ,শ্রমদপ্তরের ডেপুটি কমিশনার দেবাশীষ দাশগুপ্ত,বিশিষ্ট শিক্ষাবিদ মানব বন্দোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী সুনিল সরকার সহ অন্যান্য আধিকারিকরা। ১০ এবং ১১ জানুয়ারি মালদা শহরের রামকৃষ্ণ পল্লী এলাকায় পল্লীশ্রী ময়দানে দুইদিন ধরে চলবে এই মেলা।এদিন ৮ কোটি ২৭ লক্ষ্য ৮ হাজার টাকা, ৫৭১৩ জন উপভোক্তাকে বিভিন্ন সুবিধার জন্য আনুষ্ঠানিকভাবে চেকের মাধ্যমে অর্থ হাতে তুলে দেওয়া হয়।এছাড়াও মেলায় বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয় শ্রমিকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বিষয়ে সচেতন করার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584